লাখাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলো ১০৯ পরিবার

লাখাইয়ে উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেলো ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় সারা দেশের ন্যায় লাখাইয়েও চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।

এসময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, লাখাইয়ে ১৪৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার তালিকাভূক্ত রয়েছেন। এর মধ্যে ১০৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। বাদবাকি ৩৫টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পর্যায়ক্রমে নির্মাণসাপেক্ষে বরাদ্দ দেওয়া হবে।