রানে ফিরেছেন সাকিব

ব্যাট হাতে অদম্য সাকিব আল হাসান

চলতি বিপিএলে প্রথমবারের মতো ব্যাট হাতে রান পেলেন সাকিব আল হাসান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে মারকুটে  ইনিংসে ব্যাট হাতে ২০ বলে ৩৪ রান করেন তিনি। এ ছাড়া বল হাতেও নিয়েছেন ১৬ রান খরচায় ৩ উইকেট।

ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পর থেকেই যেন ব্যাটার সাকিবকে ভুলতে বসেছিল সবাই। চোখ নিয়ে মাস খানেক ধরে বেশ ভুগছেন। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছিল না। চোখের সমস্যার প্রভাব পড়ছিল তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না।দুই ম্যাচে করেছিলেন শূন্য রান। গত ম্যাচেও পেয়েছেন গোল্ডেন ডাক! সেসব পার করে আজ খেলেছেন চোখে পড়ার মত এক ইনিংস।

তবে সাকিব আজ ব্যাটিংয়ে আসার পর স্পিনারদেরই খেলেছেন। সংবাদ সম্মেলনে আসা নুরুল হাসান সোহানের কাছে জানতে চাওয়া হয় পেসাররা বল করলে সাকিবের খেলতে সমস্যা হতো কি না। জবাবে সোহান বলেন, ‘ক্রিকেট আসলে প্রেডিক্ট করে হয় না। কী হতো, কী হতো না- সেটা আমি বলতে পারবো না। সিচুয়েশন অন্যরকম হলে দেখা যেতো তখন কি হয়’।