‘রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে বা মজুদ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন ড্রিলশেডে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডলারের কারণে পণ্যের দাম বেড়েছে। যেসব পণ্য আমদানি করতে হয় সেটার দাম সারা পৃথিবীতে বেড়েছে। এ কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল-চিনি, ডাল, ছোলা ও খেজুর দেওয়ার ব্যবস্থা করেছেন।

মন্ত্রী বলেন, বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে। প্রত্যেক জেলার ডিসিদের বলা আছে তারা যেন বাজার মনিটরিং করেন। আমাদের পুলিশ ও র্যাব আছে।

তিনি বলেন, রমজানে যে পরিমাণ খাদ্যদ্রব্য দরকার তার পুরোপুরি আমাদের হাতে আছে। রোজার মাস শুরু হওয়ার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য না কেনেন। সেদিকে সবাই খেয়াল রাখবেন।

এ সময় পুলিশ সুপার মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ডা. আফসানা সর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।