যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করলেন ডা. শাকিল

সিলেটের সুপরিচিত তরুণ চিকিৎসক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান যুক্তরাজ্যে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের চেস্টার মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে ডায়াবেটিস ও এন্ড্রোকাইন বিশেষজ্ঞ হিসাবে এমএসসি  ডিগ্রি অর্জন করেছেন তিনি।

ড্যাবের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাকিল সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা।

তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে সিলেটের স্বনামধন্য নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।

এছাড়াও রাজধানীর বারডেম হাসপাতাল থেকে ২০১৮ সালে ডায়াবেটিস এর উপর সার্টিফাইড কোর্স সিসিডি সম্পন্ন করেন।

ডা. শাকিল উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য যাওয়ার পূর্বে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এনেস্থিসিয়োলজিস্ট হিসাবে কর্মরত ছিলেন।