মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিয়োগ দুর্নীতির সত্যতা পাওয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্টার নাজমুল হক চৌধুরীকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদক কর্মকর্তার দায়ের করা মামলায় রোববার (২৫ জুন) দুপুরে সিলেট মহানগর জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কিউ এম নাছির উদদীন এ নিষেধাজ্ঞা আরোপ করেন। আদেশে বলা হয়, অভিযুক্তদের আগামী ৬০ দিন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা ৬৮১/২৩ দায়েরক্রমে দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক দুই মাসের জন্য সাবেক এ দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

দুদকের পিপি জানান, ঘটনাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান অবস্থায় আছে এবং জনবল নিয়োগে অনিময়ের অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এ মুহুর্তে তারা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কাজে ব্যাঘাত ঘটতে পারে।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত একাডেমিক কার্যক্রম শুরু হয় নি। এরইমধ্যে নিয়োগ করা হয়েছিল ২০০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী। এনিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠায় দুটি তদন্ত কমিটি গঠন করে স্বস্থ্য মন্ত্রণালয় ও ইউজিসি। ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে তিন সদস্যের কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি দীর্ঘ তদন্তে শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ পায়।