মাধবপুরে শিক্ষা কর্মকর্তার ওপর হামলা, প্রতিবাদে স্মারকলিপি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য’র ওপর হামলার নিন্দা জানিয়ে ও এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিতে সভা ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।

সোমবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদ শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে কয়েকশ’ শিক্ষক, কর্মচারি অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সুলায়মান মিয়া, অনুপ কুমার রায়, হালিমা খাতুন, শরীফা খাতুন, শেখ কামরুল হাসান সহ অনেকেই। পরে শিক্ষকরা ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এর আগে, গত ২৭ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে বিকেলে সৌরভ পাঠান নামে এক যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

এ ঘটনায় পুলিশ সৌরভ পাঠানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সৌরভ পাঠান পৌর শহরের মৃত আকবর আলী পাঠানের ছেলে।