মাধবপুরে চা শ্রমিক ও সন্তানদের জন্য ক্যাম্পেইন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা শ্রমিক ও তাদের সন্তানদের বিনামূল্যে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন ও সন্তানদের বিনামূল্যে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকালে সুরমা চা-বাগানের নাচঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান, তুহিন হোসেন, মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক দিপেন সিংহ, সুরমা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন ও ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়।

জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হবে।