সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
গোলশূন্য প্রথমার্ধের পর এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। জোসে গিমেনেসের গোলের পর রিয়ালকে সমতায় ফেরান আলভারো রদ্রিগেজ।
ম্যাচের শুরু থেকেই দুই দল মরিয়া হয়ে গোলের লক্ষ্যে খেলতে থাকে। দুই দলই তাদের রক্ষণ অক্ষত রাখার ব্যাপারে সাবধানী থাকার কারণে কেউই সুবিধা আদায় করতে পারেনি। ফলে ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য।
ম্যাচের ৬৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাথলেটিকোর আনহেল কোরেয়া। বিরতির সময় বদলি নেমেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে তাতেও সুবিধা আদায় করতে পারছিল না রিয়াল।
উল্টো ম্যাচের ৭৮ মিনিটে এগিয়ে যায় অ্যাথলেটিকো। অ্যান্টনি গ্রিজমানের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার গিমেনেস।
ম্যাচের ৮৫ মিনিটে কর্নার থেকেই দারুণ হেডে জাল খুঁজে নেন রদ্রিগেজ। সমতায় ফিরেই বেশ চাঙ্গা হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। তারা অ্যাথলেটিকোর রক্ষণ ভাঙ্গার প্রবল চাপ সৃষ্টি করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।
লিগে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।