ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব : এমরান চৌধুরী

মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট জেলা বিএনপি।

শনিবার সকালে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদের নেতৃত্বে শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আমরা ৫২ তম বিজয় দিবস পালন করছি। ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে পাকিস্তানের শোষন থেকে মুক্ত হয়েছি ঠিকই তবে আজ ৫২ বছর পরও আমরা সেই মুক্তির স্বাদ পাচ্ছি না। পাকিস্তান কায়দায় আজ বিরোধীদলকে দমন নিপীড়ন করা হচ্ছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলার আসামী হয়ে আজ ঘরছাড়া। ৭১ সালে যেভাবে পাক হানাদারদের ভয়ে মানুষ বাড়িতে থাকতে পারত না, ঠিক সেভাবে সরকারী বাহিনীর ভয়ে মানুষ আজ বাড়িতে থাকতে পারছে না। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমরা জনগনের মৌলিক দাবী আদায়ের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জনগণের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব।’

এসময় সিলেট জেলা বিএনপি ল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- শহিদ আহমদ (চেয়ারম্যান), সামিয়া বেগম চৌধুরী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান, মুহিবুর রহমান, এড. সাঈদ আহমদ, এড.মুজিবুর রহমান, এড. আল আসলাম মুমিন, নুরুল আমিন দুলু, আম্বিয়া চৌধুরী, এড. বদরুল ইসলাম চৌধুরী, এড. মোস্তাক আহমদ, আল মামুন খান, জয়নাল আহমদ রানু, আজিজুর রহমান, জালাল খান, আহাদ চৌধুরী শামীম, ডাঃ নাজিম উদ্দিন, এড. ওবায়দুর রহমান ফাহমী, কুমকুম ফাহিমা, আজিজুল হোসেন আজিজ, সুলতানা রহমান দিনা, ইসমাইল হোসেন সেলিম, সুমেল আহমদ চৌধুরী, আক্তার হোসেন রাজু, মিনহাজ উদ্দিন চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, প্রফেসর আশরাফ উজ জামান, প্রফেসর খালেদ আহমদ, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট ইসরাফিল, এডভোকেট লিয়াকত আলী, এড. শাহজাহান সিদ্দিকী, এড. মোবারক হোসেন, এড. আব্দুল মুকিত অপি, এড. ইকবাল আহমদ, এড. তারেক আহমদ এড. আলী হায়দার ফারুক, আব্দুল্লাহ আল মামুন, আকবর আলী, কবীর আহমদ, সাজ্জাদ হোসেন দুদু, ফয়সাল আহমদ, এড. মাসুম আহমদ, এড. রাজ, মিজানুর রহমান, খুরশেদ আলম, মোজাক্কির হোসেন, রাজন আহমদ, আব্দুর রউফ, টিটন মল্লিক, হাফিজুর রহমান টিপু, প্রিন্স খান, আশিকুর রহমান রানা , জাবের আহমদ, বাপ্পী চৌধুরী প্রমুখ।