ভারতের বিপক্ষে বাংলাদেশের বড় পরাজয়

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ভারতের ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ থামে ১৫০ রানে। ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২৫৮ রানে।

সাকিব ৪০ ও মিরাজ ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। চতুর্থ দিনশেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭২ রান। চতুর্থ দিনশেষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৪১ রান। অন্যদিকে ভারতের দরকার ৪ উইকেট।

রোববার (১৮ ডিসেম্বর) পঞ্চম দিনের শুরুতেই ১১ রান যোগ হতেই ৭ম উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ মাত্র ১৩ রানে মোহাম্মদ সিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন। তবে টাইগার অধিনায়ক সাকিব দলের হাল ধরেছিলেন। তিনি ভারতের বোলারদেরে বিপক্ষে মারমুখী হয়ে খেলছিলেন। কিন্তু সাকিবও ৮৪ রানে ফেরেন। টেস্ট সংস্করণে ২৯তম ফিফটি পেলেন সাকিব। ১০৮ বলে ৬টি চার ও ছয়টি ছয়ে তিনি এই রান করেন। তবে কুলদ্বীপ যাদবের বলে সরাসরি বোল্ড আউট হন এই অলরাউন্ডার।

৩২০ রানে ৮ উইকেটের পতনের পর ক্রিজে ছিলেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। তবে তারা দলের স্কোরবোর্ডে উল্লেখযোগ্য রান যোগ করতে পারেননি। বাংলাদেশের ইনিংস থামে ৩২৪ রানে। ভারত জয় পায় ১৮৮ রানে।