ব্যারিষ্টার সুমনের নেতৃত্বে বর্জ্য ও কচুরিপানামুক্ত হলো খোয়াই নদী

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বর্জ্য ও কচুরিপানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে পুরাতন খোয়াই নদীকে।

শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার পৌরসভা প্রাণকেন্দ্র জুড়ে বয়ে চলা পুরাতন খোয়াই নদীতে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বিডি ক্লিন নামক একটি সমাজসেবী সংগঠন। এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা করেন হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেল মঙ্গলবার থেকে পুরাতন খোয়াই নদী বর্জ্য অপসারণের উদ্যোগ নেন ব্যারিষ্টার সুমন ও তার সমর্থকরা। বিডি ক্লিন বাংলাদেশের প্রায় ৬ শতাধিক সেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নদী পরিষ্কার জন্য ব্যারিষ্টার সুমন আজ নদীতে নেমে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, বিডি ক্লিন চুনারুঘাটের সমন্বয়ক ইব্রাহিম আলিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ।

এতে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন পর্যবেক্ষণ টিম।