দলের যা পারফরম্যান্স, তাতে হয়তো মানসিক দিক দিয়েও চাপে আছেন হাশান। প্রায় এক মাস ধরে ঘুরিয়ে–ফিরিয়ে একই কথা বলতে হচ্ছে। সেটি মূলত টপ অর্ডারের ব্যাটিং নিয়ে।
জ্যোতি (নিগার) অনেক ভালো ব্যাটিং করেছে। সে চাপ নিয়েছে। তবে অন্যদিক থেকে কেউ সহায়তা করতে পারছে না। এটিই এখন আমাদের সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার।
আমরা আলোচনা করেছি, কীভাবে আমরা জ্যোতিকে সমর্থন করব। আমি নিশ্চিত অন্যরা বুঝেছে, গতকাল কী ভুল করেছে। সেগুলো শুধরে আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে বলে আশা করি।
ভারতকে এমন উইকেটে ১৪৫ রানে আটকে ফেলার পর প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল বাংলাদেশের, এটিও এখন পুরোনো কথা। তবে হাশানের হতাশা টের পাওয়া গেল গতকালও, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাটিং ক্লিক করেনি। আমার মনে হয়, এটা তাড়া করার মতো ছিল। ব্যাটিং যেভাবে করেছি, তাতে আমি হতাশ।