বিটিভির জন্য পবন তৈরী করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ি’

চলচ্চিত্র নির্মাণে তরুণদের উৎসাহিত করতে এবং নতুন চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরতেই গত ডিসেম্বরে যাত্রা শুরু হয় বিটিভি’র ‘ছোট ছবি বড় স্বপ্ন’ প্রকল্পের।

পুরো দেশ থেকে প্রায় চারশো তরুণ নির্মাতা আবেদন করেন প্রকল্পের অংশ হতে। সেখান থেকে বাঁচাই করে ২৫ জনকে বিটিভি সুযোগ দিচ্ছে ২৫ মিনিটের একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর।

সুনামগঞ্জের ছেলে লায়েক আহমেদ পবন সুযোগ পেয়েছেন সে প্রকল্পে। তিনি নির্মাণ করবেন ‘বাড়ি’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রি-প্রোডাকশনের কাজ শেষ করেছেন নির্মাতা, ঈদের পরেই নামবেন শুটিং এ।

সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মাণ হবে ‘বাড়ি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এর আগে লায়েক আহমেদ পবনের ‘একজন ঈশ্বরের গল্প’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেশে এবং দেশের বাইরে ৪০টি ফেস্টিভ্যালে অংশ নিয়ে ১৯ টি এ্যাওয়ার্ড জিতেছিল।

চলচ্চিত্র নিয়ে নির্মাণ নিয়ে লায়েক আহমেদ পবন বলেন, ‘আমার আশেপাশে রোজ ভাল-খারাপ, সুন্দর-অসুন্দর, ঘটনা-দুর্ঘটনা যা কিছু ঘটে তা নিয়ে আমার একটা ব্যক্তিগত মত থাকে। আমার মত ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আমি আমার মতটা করতে চাই, নিজের মত প্রকাশ করার মাধ্যম হিসাবে আমি সিনেমাকে বেছে নিয়েছি।’