বিএনপি নেতা হাকিম চৌধুরীর ত্রাণ বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর এবার কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে প্রতিদিনের মতো শুক্রবার (২৪ জুন) তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাবার, ত্রাণসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, কোম্পানীগঞ্জ উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান প্রমুখ।

ত্রাণ বিতরণকালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুরু থেকে সাধ্যের সবটুকু নিয়ে বন্যার্তদের পাশে রয়েছি। একদিনের জন্যও বন্যার্তদের ছেড়ে যাইনি। চলমান দুর্যোগে গোয়াইনঘাট উপজেলার পাশাপাশি কোম্পানীগঞ্জবাসীর পাশেও আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যাদুর্গতদের সাহায্যে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।