বিএনপির আন্দোলন অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো- রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে না।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। কে আসলো না আসলো সেটা বিষয় না, জনগণ সাথে আছে কি না সেটাই দেখার বিষয়।

তিনি বলেন, ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। তিনি, দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহবান জানান।

এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন, সিলেট-১ আসনের বর্তমান সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন; তাদের মধ্যে জমা দিয়েছেন একজন।