বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে মাধবপুরে কর্মশালা

‘কৌশল যদি জানা থাকে, বজ্রপাতে রক্ষা মেলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সুকোমল রায়, ডা. তারেকুজ্জামানসহ অনেকেই। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এপ্রিল-জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়। এ সময় ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাইরে যাওয়া ঠিক নয়। এ সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে অবস্থান করবেন না। খোলা স্থানে থাকাকালে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান। বজ্রপাতের সময় ধানক্ষেত বা খেলার মাঠে থাকলে দ্রুত পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকা উচিত। ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা উচিত।