প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সাবেক এমপি গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

রোববার (৬ নভেম্বর) সকালে রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব -৩। এর আগে সকালে পল্টন থানায় এ মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চে করে ঢাকায় ফেরেন। রোববার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।

রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।