প্যারিসে ‘নকশী বাংলা’র মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান

শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান নকশী বাংলা ফাউন্ডেশনের দুইদশক পূর্তি উপলক্ষ্যে ‘নকশী বাংলা’র মোড়ক উন্মোচন ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক শুভ্রত ভট্টাচার্য শুভ- এর সভাপতিত্বে আয়োজক সংগঠনের বহির্বিশ্ব সমন্বয়ক সাংবাদিক তাইজুল ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, নৌ কমান্ডো এনামুল হক।

শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্নক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নকশী বাংলা ফাউন্ডেশন কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হলেন- সালেহ আহমদ চৌধুরী, মির্জা মাজহারুল ইসলাম, এমদাদুল হক স্বপন, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, ফয়ছল উদ্দিন, সেলিম রেজা, কবি লোকমান আহম্মদ আপন, আক্তার দেওয়ান শামীমা, সরকার মিজানুর রহমান, সাব্বির আহমদ ও সাদিকুর রহমান।

প্রকাশিত নকশী বাংলা গ্রন্থের উপর আলোকপাত করেন আইছা প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।