পৌরসভা প্রবাসী পরিষদ জকিগঞ্জ’র আত্মপ্রকাশ, ৭১ সদস্যের কমিটি

বিশ্বের বিভিন্ন দেশে থাকা জকিগঞ্জ পৌর এলাকার প্রবাসীদের নিয়ে ‘পৌরসভা প্রবাসী পরিষদ’ জকিগঞ্জ, সিলেটের আত্মপ্রকাশ করা হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) বিকেলে সৌদি আরবের জেদ্দা শহরের একটি কনভেনশন হলে উপদেষ্টা পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করেন এবং পরবর্তীকালে আমেরিকা প্রবাসী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকে সভাপতি, ইতালি প্রবাসী মো. জালাল উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ও মুনিম আহমদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গকমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন, উপদেষ্টা এড. এমাদ উদ্দিন (আমেরিকা প্রবাসী), আবিদুর রহমান আবিদ (আমেরিকা প্রবাসী), এম. এ. হাফিজ বকুল (যুক্তরাজ্য প্রবাসী), নজরুল ইসলাম (আমেরিকা প্রবাসী), ফজল আহমদ (আমেরিকা প্রবাসী), মশিউর রহমান শাহিন (যুক্তরাজ্য প্রবাসী), আব্দুল মালিক আনসারী (বাহরাইন প্রবাসী), আহমেদ ওয়াহিদুজ্জামান সুমেল ( যুক্তরাজ্য প্রবাসী), দেলোয়ার হোসেন দুলু (পর্তুগাল প্রবাসী), হাফিজ মাওলানা নাঈম উদ্দীন (যুক্তরাজ্য প্রবাসী), সেলিম আহমদ (সংযুক্ত আরব আমিরাত), আব্দুন নূর (ফ্রান্স প্রবাসী), আতিকুর রহমান (যুক্তরাজ্য প্রবাসী)।

নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মুহা. শামছুদ্দোহা (সৌদি আরব প্রবাসী), সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (ইতালি প্রবাসী), আব্দুল হক (কুয়েত প্রবাসী), জসিম উদ্দিন জুয়েল (যুক্তরাজ্য প্রবাসী), নুরুল ইসলাম (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী), মো. আব্দুল্লাহ (স্পেন প্রবাসী), মতিউর রহমান সুজন (পর্তুগাল প্রবাসী), রুহেল আহমদ (ফ্রান্স প্রবাসী), মমিতুজ্জামান সুজন (ফ্রান্স প্রবাসী), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ (ফ্রান্স প্রবাসী), সহ-সাধারণ সম্পাদক আফসার আহমদ (ফ্রান্স প্রবাসী), ফয়সল খান (পর্তুগাল প্রবাসী), সাজু আহমদ (সৌদি আরব প্রবাসী), মকসুদ আহমদ (মালয়েশিয়া প্রবাসী), লিটন আহমদ (যুক্তরাজ্য প্রবাসী), জুবায়ের আহমদ জুয়েল (যুক্তরাজ্য প্রবাসী), সাবেল আহমদ (আমেরিকা প্রবাসী), শাহনেওয়াজ নাজু (আমেরিকা প্রবাসী), তানজিম শাহরিয়ার শাওন (ফ্রান্স প্রবাসী), সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ (ফ্রান্স প্রবাসী), সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন (যুক্তরাজ্য প্রবাসী), রুবেল আহমদ (সৌদি আরব প্রবাসী), বাদল আহমদ (সংযুক্ত আরব আমিরাত), রুহেল আহমদ (পর্তুগাল প্রবাসী), ফয়সল আহমদ (ফ্রান্স প্রবাসী), কুতবুল আলম রাজু (কাতার প্রবাসী), দুলু চৌধুরী (কাতার প্রবাসী), জুয়েল আহমদ (ফ্রান্স প্রবাসী), ছয়েফ আহমদ (ফ্রান্স প্রবাসী), রেদওয়ান হোসেন রাজু (সৌদি আরব প্রবাসী), দপ্তর সম্পাদক লুৎফুর রহমান জুনু (কুয়েত প্রবাসী), প্রচার সম্পাদক এহিয়া আহমদ (সৌদি আরব প্রবাসী), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ (কুয়েত প্রবাসী), প্রবাসী কল্যাণ সম্পাদক আলী আশরাফ (ফ্রান্স প্রবাসী), সমাজসেবা সম্পাদক খালেদ আহমদ (সৌদি আরব প্রবাসী), তথ্য ও গবেষণা সম্পাদক সুহেল আহমদ (স্পেন প্রবাসী), নির্বাহী সদস্য রেজাউল করিম রাজু (রোমানিয়া প্রবাসী), মহসিন আহমদ (সংযুক্ত আরব আমিরাত), মঈন উদ্দিন রুহেল (ফ্রান্স প্রবাসী), কয়েছ আহমদ (সংযুক্ত আরব আমিরাত), বাবুল আহমদ (সংযুক্ত আরব আমিরাত), আব্দুল্লাহ আল ফারুক (মনি) (যুক্তরাজ্য প্রবাসী), নয়ন আহমদ (ইতালি প্রবাসী), কবির আহমদ (যুক্তরাজ্য প্রবাসী), দেলোয়ার আহমদ (সংযুক্ত আরব আমিরাত), সদস্য আব্দুশ শহীদ (ওমান প্রবাসী), মুন্না আহমদ (সংযুক্ত আরব আমিরাত), জাহেদুর রহমান জাহেদ (ফ্রান্স প্রবাসী), এহসান আহমদ (ফ্রান্স প্রবাসী), মাসুম আহমদ (সংযুক্ত আরব আমিরাত), শিবলু (আমেরিকা প্রবাসী), আহমেদ তারেক (যুক্তরাজ্য প্রবাসী), বিলাল আহমদ (সংযুক্ত আরব আমিরাত), দিদারুল ইসলাম ইমরান (ওমান প্রবাসী), রাহাত (আমেরিকা প্রবাসী), দিদারুল ইসলাম টিপু (কানাডা প্রবাসী), কামরান আহমদ বাপ্পি (কাতার প্রবাসী), নাসির উদ্দীন (ফ্রান্স প্রবাসী), এস. এম. বাবর (ফ্রান্স প্রবাসী), আহমদ বখতিয়ার ইমন (মালয়েশিয়া প্রবাসী), হুসাইন মোহাম্মদ মোক্তার (ফ্রান্স প্রবাসী), জাবেল আহমদ (সংযুক্ত আরব আমিরাত), ছালিক আহমদ (সৌদি আরব প্রবাসী), নাঈফ আহমদ (ইতালি প্রবাসী), মাহবুবুর রহমান তাহসিন (পর্তুগাল প্রবাসী), ফাহিম আহমদ (আমেরিকা প্রবাসী), কামরান আহমদ (সৌদি আরব প্রবাসী), আব্দুল ওয়াহিদ (সৌদি আরব প্রবাসী) প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘আমরা মূলত সামাজিক উন্নয়ন এবং মানবকল্যানে লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সংগঠনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, অশিক্ষার ব্যপারে মানু্ষকে সচেতন করা এবং সমাজিক আন্দোলন গড়ে তোলা, অসহায় দরিদ্র এবং ঝড়েপরা শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা এবং সেচ্ছায় রক্ত দান ও মেডিক্যাল ক্যাম্প করে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া।’

এসময় নেতৃবৃন্দ পৌরসভা প্রবাসী পরিষদ জকিগঞ্জ এর আগামি দিনের পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।