কাতার বিশ্বকাপের আগেই লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করেছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে তখন বিশ্বকাপের আগে চুক্তি নবায়ন নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছিলেন মেসি।
ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর পিএসজির সঙ্গেই চুক্তি নবায়ন করবেন তিনি। পিএসজিও নিজেদের দিক থেকে প্রস্তাব নিয়ে প্রস্তুত বলে জানিয়েছে একাধিকবার।
তবে এবার শোনা যাচ্ছে, মেসি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে মোটেও রাজি নন। জনপ্রিয় ইউরোপিয়ান সাংবাদিক জেরার্ড রোমেরো এক টুইটবার্তায় জানিয়েছেন, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা নেই মেসির।
তিনি বেশ জোর দিয়েই বলেছেন, মেসি আর পিএসজিতে থাকতে চান না। এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত।
ফুটবলে বেশ কয়েকটি চমক জাগানো দলবদলের খবর ফাঁস করার জন্য বেশ কয়েকবার আলোচিত হয়েছেন এই রোমেরো।
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের পর পিএসজি কর্তৃক কোনো সংবর্ধনা না পাওয়া, পিএসজিতে কিলিয়ান এমবাপের একচ্ছত্র আধিপাত্য নিয়ে চরম অসন্তষ্ট মেসি। তিনি আর কোনো বিতর্কে জড়াতে চান না বলেই পিএসজি ছাড়তে চাইছেন।
এরপরই নেটপাড়ায় গুঞ্জন, মেসি কি তবে আবার বার্সেলোনায় ফিরছেন? বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মেসির পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে বার্সেলোনা তাকে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে।