পাত্রখোলা চা বাগানে মুক্তি সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী

স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের যুব ফোরামের আয়োজনে ও পাবলিক লাইব্রেরি পাত্রখোলার সহযোগিতায় মুক্তি সংগ্রামের ১০০টি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় পাত্রখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব নাথ, আস্থা প্রকল্পের কোঃ অর্ডিনেটর হাসান তারেক, ফিল্ড অফিসার মনিরুল হক, মৌলভীবাজার চা জনগোষ্ঠি আদিবাসী ফ্রন্টের কোঃ অর্ডিনেটর জীহান মান্দ্রাজী, পাত্রখোলা পাবলিক লাইব্রেরির সদস্য সঞ্জিত কৈরি, রুম্পা গোয়ালা, সন্দীপ মান্দ্রাজী, রাজন গোয়ালা, শিউলি গোয়ালা, ঈতিষা কৈরি ও যুব ফোরামের সদস্য লাকি পানিকা, গীতা মান্দ্রাজী, বাবুল মান্দ্রাজী প্রমুখ।

দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে দেখতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পদচারণ ছিল লক্ষণীয়।

পাত্রখোলা চা বাগান পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও পরিচালক লিটন গঞ্জু বলেন, আমরা প্রতিবছর ২৬শে মার্চ পালন করলেও এবার একটু আলাদা করে ২৬শে মার্চ উদযাপন করলাম, এই প্রথমবার যুব ফোরাম কমলগঞ্জের আয়োজনে ও পাবলিক লাইব্রেরি পাত্রখোলার সহযোগিতায় এই প্রদর্শনীটি করতে পেরে আমরা আনন্দিত। সকল বয়সের লোক প্রদর্শনী দেখতে আসছে এটি দেখে আমাদের ভাল লাগছে এবং অনুপ্রাণীত হয়েছি, আগামীতে এ চিত্র প্রদর্শনীর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলের সহযোগিতা চান।

তিনি জানান, এরকম আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক কিছু জানতে পারছে।