নিয়ন্ত্রণে প্রাণের চিপস কারখানার আগুন, নিহত ১

আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে হবিগঞ্জের প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস কারখানার আগুন।

অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে কারখানার ছয়তলা থেকে লাফিয়ে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে কারখানার উৎপাদন ইউনিটে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ছয়টায় এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের সময় লাফিয়ে পড়ে মারা যাওয়া নারীর নাম নাজমা বেগম (৪০)। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। এ ছাড়া আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি বের হতে গিয়ে ৮ থেকে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হবিগঞ্জের জেলা প্রশাসন। পাশাপাশি পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আগুনের সূত্র এখনো চিহ্নিত করা যায়নি। প্রাথমিকভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিরূপণ করা যায়নি।‘