দ্বিতীয় ওভারে ফিরলেন মিরাজ

ত্রিদেশীয় সিরিজে টস হেরে ব্যাটিংয়ে নামার পর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই মিরাজ সাজঘরে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ২৬ রান। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত (১৭) ও লিটন দাস (৩)।

জীবন পেলেন লিটন

তখনও রানের খাতা খোলা হয়নি। কিন্তু বোল্টের তৃতীয় ওভারের শেষ ডেলিভারিতে ক্যাচ তুলে দেন লিটন। ভাগ্য ভালো যে, নিশাম ক্যাচ হাতে নিয়েও তা তালুতে জমাতে পারেননি।

ওপেনিংয়ে ব্যর্থ মিরাজ

যে ওপেনিং জুটি নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা তা আবারও ব্যর্থ। ১.৪ ওভারেই ক্যাচ তুলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

সাউদির ওভারের দ্বিতীয় বলেও মিরাজের ক্যাচ উঠেছিল। কিন্তু ফিল্ডার বিভ্রান্ত হওয়ায় তা লুফে নিতে পারেননি। চতুর্থ বলে মিরাজ সাধারণ একটি ক্যাচ তুলে ৫ রানে ফিরেছেন।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে হারের পর রবিবার স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ যে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে, সেটি জোর দিয়েও বলা যাচ্ছে না। দুই দলের সাত টি-টোয়েন্টিতে একটিতেও জয়ের দেখা নেই লাল-সবুজদের। তবে আশার কথা প্রথম ম্যাচ খেলতে না পারা সাকিব আল হাসান এই ম্যাচ দিয়ে ফিরছেন।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন

আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে এই ম্যাচে। বাদ পড়েছেন নাসুম, সাব্বির ও মোস্তাফিজ। তাদের জায়গায় একাদশে ফিরেছেন সাকিব, শান্ত ও শরিফুল।

নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন

নিউজিল্যান্ড দলে পরিবর্তন একটি। ব্লেয়ার টিকনারের বদলে একাদশে এসেছেন পেসার অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।