দোয়ারায় সীমান্ত অপরাধ রোধ বিষয়ক মতবিনিময় সভা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সীমান্ত অপরাধ রোধ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটে দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ বদরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত সামছুদ্দিন খাঁন, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, কুলাউড়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা কালামুল্লাহ, বিজিবি বাংলাবাজার ক্যাম্প ইনচার্জ রিপন খাঁন, এস আই সম্রাজ মিয়া, বাংলাবাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি রমিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফালান মিয়া, কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমেদ, ইউপি সদস্য অদুদ ভুঁইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের ফারুক মাষ্টার, সাধারণ সম্পাদক আবুল কালাম, মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ সুমন প্রমুখ।