দোয়ারায় পিক-আপের ধাক্কায় শিশুর মৃত্যু, একজন আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পিক-আপের ধাক্কায় ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকাপের ড্রাইভারকে আটক করেছে দোয়ারাবাজার থানার পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মহব্বতপুর বাজারে মহব্বতপুর বাজারে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মহব্বতপুর বাজারে জনৈক আমির উদ্দিনের বাসার সামনে গাড়ি ঘোরানোর সময় পেছনে থাকা শিশুর মাথায় চাপা লাগে। এতে ঘটনাস্থলে তার মাথার মগজ মাটিতে পড়ে যায়, সাথে সাথেই মায়ের সামনে মৃত্যুর কোলে ডলেপড়ে শিশু বাচ্চাটি। এসময় নিজের বাচ্চাকে রক্ষা করারজন্য হাত বাড়ালে মায়ের হাতে ও পায়ে মারাত্মক জখম হয়।

নিহত শিশু মহব্বতপুর বাজারের বাসিন্দা দুবাই প্রবাসী আমির উদ্দিনের পুত্র রামিম হোসেন (৩)। এসময় গুরুতর আহত হয়েছেন আমির উদ্দিনের স্ত্রী রুকশানা বেগম (২৫)।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ড্রাইভার একই এলাকার মামনপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র জসিম উদ্দিন (৩০) কে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।