দিরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন

আর্থিকভাবে সামর্থ্যহীন ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের জন্য সুনামগঞ্জের দিরাইয়ে চন্ডিপুর অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার চন্ডিপুরস্থ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

হযরত মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ ও দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, চন্ডিপুর গ্রামের বাসিন্দা হামিদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আসাদ উল্লা, প্রাক্তন শিক্ষক জাহির মিয়া, ব্যবসায়ী সফিকুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাশ রানা, মুজিবুর রহমান মুজিব, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, জুয়েল মিয়া, ডা. ফাহিম ইসলাম প্রমুখ।

চন্ডিপুর গ্রাম থেকে চোখের রোগে আক্রান্ত প্রায় ৩০০ জন নারী-পুরুষ এই চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে সেবা নেন।