দিরাইয়ে জ্বালানি সনদ চুক্তি বিষয়ক তারুণ্যের সংলাপ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তরুণদের সাথে ন‍্যায‍্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সনদ চুক্তি  বিষয়ক দু’দিন ব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে দিরাইস্থ বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ)’র মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী’র সভাপতিত্বে তরুণদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ)’র অধ্যক্ষ নাজমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী কমিউনিটি নেতা আমিরুল হক, ক্যাবের গবেষণা সমন্বয়কারী এম. এ. এম. গোলাম কিবরিয়া (শুভ কিবরিয়া), প্রকল্প সমন্বয়কারী মারুফা কলি, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ ফিমেল একাডেমির পরিচালক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য ডা. সৈয়দ মাসুক আহমদ।