তাহিরের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে তৈয়ব তাহিরের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। গতবারের শিরোপাজয়ী পাকিস্তান এ দল ৮ উইকেটে করেছে ৩৫২ রান। যা এই টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ দলীয় স্কোর।

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের সামনেই দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। গতবারের শিরোপাজয়ী পাকিস্তান এবারও টানা দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া। আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যাওয়া বারত দলের সামনেও দ্বিতীয় শিরোপা জেতার সম্ভাবনা। এমন যখন সমীকরণ তখন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান ভারতীয় এ দলের অধিনায়ক ইয়াশ ধুল।

তবে ব্যাট করতে নেমেই আগ্রাসী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার সায়েম আই্য়ুব ও সাহিবজাদা ফারহান। দুজনেই করেন ফিফটি। ১৮ তম ওভারের দ্বিতীয় বলে ১২১ রানে ভাঙ্গে এই জুটি। ১৪৬ রানে দ্বিতীয় উইকেটের পতন হলে ক্রিজে আসেন তাহির।এরপর উমাইর ইউসুফের সাথে ৩৭ রানের জুটি গড়েন। দলীয় ১৮৩ রানে উমাইর ও কাশিম আকরাম ফিরে যান। এক ওভার পর অধিনায়ক মোহাম্মদ হারিসও ফিরে গেলে একাই লড়েন তাহির। মুবাশির খানের সাথে গড়েন ১২৬ রানের জুটি। এসময় ভারতীয় বোলারদের উপর একরকম ছোটখাটো ঝড় বয়ে যায়। দলীয় স্কোর যখন ৩১৩, তখন তাহিরের আউটে ভাঙ্গে সেই জুটি। আউট হবার আগে মাত্র ৭১ বলে ১২ টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১০৮ রান করেন তাহির। শেষ পর্যন্ত ৫০ ওভার খেলে পাকিস্তান তোলে ৩৫২ রান।

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে সবশেষ আসরে বাংলাদেশের বিপক্ষে ৩০১ রান করেছিল পাকিস্তান। সেই ম্যাচে বাংলাদেশ ২২৪ রানে অলআউট হয়ে শিরোপার স্বপ্ন ভঙ করে।

ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে শিরোপা জিততে হলে ভারতীয় এ দলকে করতে হবে ৩৫৩ রান। শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।