পিঠে চোট নিয়েও অনুশীলনে তামিম

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে আজ রবিবার (১১ জুন) সকাল থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। তবে সবার আলোচনায় ওপেনার তামিম ইকবালের ইনজুরি।

এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন শুরু হয়েছে। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম ইকবাল। যদিও এখনও তার ব্যাকপেইনের পুরোনো ব্যথা সেরে ওঠেনি। তবুও দুই দিন পর আবারও অনুশীলন করছেন ওয়ানডে ফরম্যাটের এই টাইগার অধিনায়ক।

পিঠের ব্যথায় আসন্ন টেস্টে এই বাঁ-হাতি ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে অনুশীলনে খুব বেশি সময় ফিল্ডিং করেন নি তামিম। মিনিট পাঁচেকের জন্য ফিল্ডিং অনুশীলন করেই ব্যাটিং সেশনে যোগ দেন জাতীয় দলের এই ওপেনার। ব্যথা নিয়েই মিনিট বিশেকের নেট সেশন সমাপ্ত করেন।