তাহিরপুরে বন্যা আশ্রয়কেন্দ্রে নবজাতকের জন্ম

বন্যার পানিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোটা জনপদ যখন বিপর্যস্ত এই সময়ে জামাল-সুর্বনার ঘরে খুশির খবর নিয়ে এলো এক নবজাতক।

শনিবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সুবর্না আক্তার (২৬) ওই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক ও তার মা দু’জনই এখন সুস্থ আছেন।

সুবর্ণার স্বামী মোহাম্মদ জামাল হোসেন এই প্রতিবেদককে বলেন, ৫দিন হল আমার পরিবারের ২৩জন সদস্য এই বন্যা আশ্রয়কেন্দ্রে উঠেছি। শনিবার ভোরে আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে আশ্রয়কেন্দ্রের দ্বিতীয় তলায় সকাল ৭টায় এক ছেলে সন্তানের জন্ম হয়।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, ওই প্রসূতির প্রসব ব্যথা শুরু হলে আশ্রয়কেন্দ্রের দ্বিতীয় তলায় আমি যেখানে বিশ্রাম নেয় সেখানে তাদের ব্যবস্থা করে দেই। পরে সকালে সেখানেই ওই নবজাতকের জন্ম হয়। মা-ছেলে উভয়ই সুস্থ আছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খবর পেয়ে ওই নবজাতককে দেখে এসেছি। জেনেছি, প্রসব ব্যথা শুরু হলে পার্শ্ববর্তী কমিউনিটি ক্লিনিকের এক সেবিকার সহযোগিতায় ওই নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও শিশুটি সুস্থ আছেন।