তামিম ইস্যুতে ব্যাখ্যা দেবেন সাকিব

তামিমের ভিডিওবার্তার পর নানা ইস্যু নিয়ে ব্যাখ্যা দেবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ ব্যাপারে বেসরকারি একটি চ্যানেলে একটি প্রোমো ভিডিও প্রচার করা হচ্ছে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল থেকে। ভিডিওটি প্রচার করা হবে আজ রাত ১১টায়।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছিলো নানামূখী বিতর্ক। এরইমধ্যে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ষোষিত সেই দলে স্থান হয় নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। ডালপালা মেলে নানা গুজব।

সেই ইস্যুতে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মুখ খোলেন তামিম ইকবাল। তার দাবি খেলার জন্য ফিট থাকা সত্ত্বেও ফিজিওর রিপোর্টের অজুহাত দিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও নাম উল্লেখ না করে ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তার সাথে উত্তেজিত আচরণের কথাও বলেন তামিম।

তামিমের ভিডিওর পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা। তামিমের দলে না থাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন অভ্যন্তরীণ সমস্যার কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম।