দেশজুড়ে তীব্র তাপদাহের (হিট অ্যাল্যার্ট) কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (২০ এপ্রিল) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ বন্ধ থাকবে।
এদিকে, দেশের অনেক এলাকায় তাপপ্রবাহ বহমান থাকায় এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর গতকাল পরবর্তী তিন দিনের জন্য দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে এবং দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার শঙ্কাও প্রকাশ করা হয়েছে।
এমন পরিস্থিতিতেই আগামীকাল রোববার থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে তীব্র গরমে শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক।
প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছিল ২২ মার্চ। প্রায় এক মাসের ছুটির পর আবারও শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হবে শিক্ষাঙ্গন।