ডিসি সম্মেলন ২০২৩ : ২৬ অধিবেশনে প্রস্তাব ২৪৫টি

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মন্ত্রিপরিষদ সচিবসংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব।

গণভবনের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ জানুয়ারি)। তিন দিনব্যাপী সম্মেলন শেষ হবে আগামী বৃহস্পতিবার। এতে সর্বমোট ২৬টি অধিবেশনে ২৪৫টি প্রস্তাব থাকছে।

আজ রোববার (২২ জানুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদে সচিব জানান, সবচেয়ে বেশি ২৩টি প্রস্তাব রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের ১৫টি, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৩টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ১১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দশটি প্রস্তাব রয়েছে।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি আরও জানান, গণভবনের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসক সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার করা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।