আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলায় আজ মাঠে নেমেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সহযোগী দেশ স্কটল্যান্ড। ম্যাচ শুরুর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
অস্ট্রেলিয়ার হোবার্টে সোমবার (১৭ অক্টোবর) খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, এভিন লুইস, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকিল হোসেইন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফইয়ান শরিফ ও ব্র্যাড হুইল।