জৈন্তাপুরে ১৪টি গরু চুরির পর ৩টি উদ্ধার, চোর গ্রেপ্তার

জৈন্তাপুরে কাতার প্রবাসির ১৪টি গরু চুরির আলোচিত ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১টি গরু উদ্ধারের পর আরো ০৩টি গরু উদ্ধার করা হয়েছে। একই সাথে ০১ পেশাদার গরুচোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই তিনটি গরু উদ্ধার করে।

এসময় পুলিশ সোনা উল্লাহ (৪১) নামে এক গরুচোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে সে উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার মৃত ওয়াব আলীর ছেলে বলে জানায়।

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, গত ০৪ ফেব্রুয়ারি রাতে জৈন্তাপুর থানাধীন নয়াখেল গ্রামের কাতার প্রবাসি আহমুদুল কিবরিয়া তার বসতঘর হতে ১৪টি গরু চুরি সংক্রান্তে ফেসবুক লাইভ করেন। লাইভটি ভাইরাল হওয়ার সাথে সাথে সিলেট জেলা পুলিশের নজরে আসে। তখন সিলেট জেলা পুলিশ সুপার তাৎক্ষণিক জৈন্তাপুর মডেল থানা পুলিশকে চোরাইকৃত গরু উদ্ধার ও আসামি গ্রেপ্তারের নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত ০৪ ফেব্রুয়ারি ০১টি গরু এবং ৬ জানুয়ারি রাতে আরো ০৩টি গরু উদ্ধার করে। পাশাপাশি ১ পেশাদার গরুচোরকে গ্রেপ্তার করে তারা।

চোরাইকৃত বাকি গরু উদ্ধার ও অন্যান্য আসামি গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।