সিলেটের জৈন্তাপুর উপজেলায় চালু হয়েছে ‘মুক্ত বাজার’। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে উপজেলার জৈন্তেশ্বরী বাড়ি মাঠে শুরু হয় এই বাজারের কার্যক্রম। চালু হওয়ার প্রথম দিনে মানুষের সমাগম কিছুটা কম হলেও পণ্যের দামে সন্তুষ্ট রয়েছেন ক্রেতারা।
সরজমিনে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকে উপজেলার দুর-দুরান্ত হতে প্রান্তিক কৃষকরা তাদের নিজ ফসলি জমি হতে উৎপাদিত শীতকালীন সবজি বিক্রির উদ্দেশ্যে একের পর এক ছুটে আসেন বাজারে। ধীরে ধীরে এলাকাবাসী সবজি ক্রয়ের জন্য ভিড় করতে থাকেন বাজারে। তবে প্রথম দিনে বেচাকেনা কিংবা ক্রেতাদের ভিড় অনেকটা আশাতীত হলেও পণ্যের দামে অনেকটাই সন্তুষ্ট রয়েছেন ক্রেতারা।
বাজারে সবজি কিনতে আসা স্থানীয় এক বাসিন্দা তৌহিদ রহমান বলেন, ‘সকাল থেকে স্থানীয় ও প্রান্তিক কৃষকরা শীতকালীন বিভিন্ন সবজি নিয়ে বাজারে আসেন। এতে আমরা এ মৌসুমের সবুজ ও তাজা সবজি ক্রয় করতে পারছি।
এদিকে প্রথম দিনেই মুক্ত বাজার পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। বাজার পরিদর্শনকালে তিনি বলেন, ‘আজ মুক্ত বাজার চালুর প্রথম দিনেই পরিদর্শনের পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের সবজির চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের শাক সবজি কিনেছি। ধীরে ধীরে বাজারের প্রচারণা বাড়লে উপজেলার মানুষের নিকট মুক্ত বাজারের খবর পৌঁছে যাবে। এসময় শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পাশাপাশি গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তাদের হস্তশিল্প পণ্য বিক্রির জন্যেও উৎসাহিত করেন।’