সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
মঙ্গলবার (১৩ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করার মাধ্যমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আনুষ্ঠানিক সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সদন ধর, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, গাইনী বিশেষজ্ঞ ডা. রাফিয়া আক্তার মিলি, শারমিন আরা আশা, মেডিকেল অফিসার সায়খুল ইসলামসহ মেডিকেল অফিসার, নার্স ও কর্মকর্তা কর্মচারীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দুপুর পর্যন্ত চালু থাকা স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চিকিৎসকরা রোগী দেখবেন। এসময় পরীক্ষা-নিরীক্ষা চলবে। এভাবে রোগীরা মানসম্মত সেবা পাবেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসুদন ধর জানান, ‘এখন থেকে যে কেউ বিকেল বেলা মেডিকেল অফিসারকে দুইশত টাকা ও বিশেষজ্ঞ ডাক্তারকে তিনশত টাকা ফি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।’