বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিসিক মেয়র আরিফ

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক নগরী। পুণ্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের এসেসর চন্দন দাশ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

পরে সিসিক মেয়র নগরের মিরাবাজারের বলরাম আখড়া সহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।