সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি উন্নয়ন সংস্থার সহযোগিতায় জলবায়ু সহনশীল কার্যক্রম ও জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে হিজল ও করচ গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় ৮০০ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জাতিসংঘের খাদ্য ও কৃষি উন্নয়ন সংস্থার প্রতিনিধি জিয়াউল হক, শফি উল্লাহ্ প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম জানান,জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় চারশ করে আটশ হিজল ও করচ গাছের চারা বিতরণ করা হয়।