সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন- ‘দীর্ঘদিন গোলাপগঞ্জে ছাত্রলীগের কমিটি ছিল না। এটা আমাদের ব্যর্থতা। এতদিন পর গোলাপগঞ্জের তিনটি ইউনিটের কমিটি এসেছে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত না হয়ে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে।’
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
নুরুল ইসলাম নাহিদ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বেশি বেশি করে আপনাদের ছাত্রলীগের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তিনটি ইউনিটের কমিটিতে যারা সভাপতি, সাধারণ সম্পাদক হতে পারেননি এতে মন খারাপের কিছুই নেই। ছাত্রলীগের সকল নেতাকর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন।
তিনি আরো বলেন, ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে পুণরায় নির্বাচিত করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে সবাইকে কাজ করতে হবে। এজন্য উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমি বিশ্বাস করি গোলাপগঞ্জের ছাত্রলীগ কোন অন্যায়কে প্রশয় দেয় না।’ তিনি গোলাপগঞ্জে ছাত্রলীগের কমিটি দেওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমদ ছানির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন।
শুরুতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এসএম সাদির তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমদ, আজমল হুসেন মনি, পৌর আওয়ামী লীগ সুমন আলী, সালাম আহমদ, উপজেলা যুবলীগ নেতা এনাম আহমদ, পৌর যুবলীগ নেতা কামরান হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।