বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, এবারের বন্যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বাড়ি-ঘর, ক্ষেত-খামার এবং গৃহপালিত পশুসহ মানুষের জানমালের অপূরণীয় ক্ষতি হয়েছে। দুঃসহ কষ্টে থাকা মানুষের দুঃখ লাঘবে প্রয়োজনের আলোকে সময়োপযোগী সহায়তা একান্ত কাম্য।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে বলেন, বিপদ মুসিবতে আল্লাহতায়ালার সাহায্য ছাড়া রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সবর ও সালাতের মাধ্যমে তাঁর সাহায্য গ্রহণের প্রচেষ্টা জোরদার রাখা জরুরি।
শুক্রবার (২৪ জুন) সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নোয়াখালী জেলার এএইচএম তানজিম, মুহিবুল হাসান রিপন ও আরাফাতুর রহমানের সার্বিক ব্যবস্থাপনা এবং নোয়ারাই ইউনিয়নের ইঞ্জিনিয়ার লায়েক আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান জুয়েল, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।