আসক’র সম্মাননা পেলেন সিলেটের আরাফাত

মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বাংলাদেশের বিশেষ সম্মাননা লাভ করেছেন সিলেটের সমাজকর্মী মো. ইমতিয়ার হোসেন আরাফাত। তিনি সংস্থার আজীবন সদস্য ও কো-অর্ডিনেটর ওয়ার্ল্ড ওয়াইড।

বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্স বঙ্গবন্ধু এভিনিউয়ের ৮ম তলার ৭৭ নম্বর কক্ষে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারক তুলে দেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার হেনা ও অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. ইমতিয়ার হোসেন আরাফাত একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। তিনি সুবিধাবঞ্চিত, অনগ্রসর, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সমাজসেবা ও মানবিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পরিচালক (প্রশিক্ষণ) সাহাদাত হোসেন শাওন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) শেখ মনির আহমদ মনি, সিনিয়র আইটি ইনচার্জ এস ইউ ফারুক, কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর মো. মুজিবুর রহমান, পরিচালক (জনসংযোগ, আসক) খন্দকার তরিকুল ইসলাম, সিলেট বিভাগীয় সমন্বয়কারী হাফেজ মো. সৈয়দ মোসলেহ উদ্দিন প্রমুখ।