গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিল আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিনিয়র সহ-সভাপতি মহিউস সামাদ রিজভী, সহ-সভাপতি সৈয়দ এনায়েত বারী মুর্শেদ, বনশ্রী দাস অপু, জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম সফিক, এম এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাজহারুল ইসলাম সুমন, বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদি, মুমিনুর রশিদ সুজন, গোলাম হাসান চৌধুরী সাজন, আবুল কালাম, সহ-যুব ক্রীড়া বিষয় সম্পাদক কবির আলম, নাট্য সম্পাদক রুহিন আহমদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুকন মিয়া, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক শমসের আলী সম্বু, আব্দুল হাদি সুহেল, আল সাদিক দুলাল, সায়মন আহমদ, চয়ন দাস, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আহাদ আরিফ, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিপু রায়, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজুল আবেদিন নাহিস, সাধারণ সম্পাদক ওয়ারিছ আহমদ অমি, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু ২৩নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক মুহিত আহমদ মুন্না, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক ফুয়াদ বকসি মামুন ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হানিফ আহমদ, সাধারণ সম্পাদক নিয়াজ আহমদ সহ-সভাপতি আব্দুল বাতেন মহিলা বিষয়ক সম্পাদক বদরুন নাহার হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ ফাহাদ, ধর্ম সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ঝুটন পাল, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক কবির আলম, সদস্য সাইফুল আলম সিদ্দিকী সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।