চুনারুঘাটে শিক্ষা ব্যবস্থায় ধস, ক্ষুব্ধ অভিভাবকরা

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ধস নামায় অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর চুনারুঘাট উপজেলার শিক্ষার্থীদের ফলাফলে অভিভাবকদের মনে ক্ষোভ দেখা দিয়েছে।

দেখা যায়, হবিগঞ্জ জেলায় এবার পাশের হার ৮০ শতাংশ। এই জেলায় সর্বশেষ অবস্থানে চুনারুঘাট উপজেলা।

জানা যায়, এই উপজেলা থেকে ৩ হাজার ৮০২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ৬২৯ জন উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩৫ জন। গড় পাশের হার ৬৯ শতাংশ। এমন ফলাফল মেনে নিতে পারছেন না অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হকসহ কর্তৃপক্ষের শিক্ষাপ্রতিষ্ঠান তদারকিতে গাফিলতির ফল আজকের এই পরিণতি। শামসুল হক এক যুগের বেশি সময় ধরে আঁকড়ে ধরে আছেন এই দপ্তর। তদারকি করছেন নিজের ইচ্ছামতো, যার ফল ভোগ করছেন উপজেলাবাসী।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক বলেন, সামগ্রিক কারণেই আমাদের এবারের ফলাফল খারাপ হয়েছে। বেশি সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের অনুপস্থিতি। বৈশ্বিক মহামারি করোনাসহ নানা কারণে অনেক ছাত্র-ছাত্রী ঝরে পড়েছে। ফলে তাদের চাপ ফলাফলের উপরে পড়েছে। আমরা শিগগির জনপ্রতিনিধিসহ জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে বসে এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করবো।