গোলাপগঞ্জে বিনামূল্যে খৎনা ক্যাম্প ও ঔষধ বিতরণ

গোলাপগঞ্জে সামাজিক সংগঠন ‘একটিভ ডেভেলপার আওই’র উদ্যোগে বিনামূল্যে খৎনা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নে আলহাজ্ব আপ্তাব আলী ট্রাস্টের অর্থায়নে ট্রাস্টের অস্থায়ী কার্যালয় হাজী ছওয়াব আলী ভিলায় খৎনা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মো. জাকির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জুনেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হা. বদরুল হুদা মকছুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ সামি কামাল, বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাজী শামসুদ্দিন, বৃহত্তর বানীগ্রাম মাদ্রাসার সভাপতি মাসুক আহমদ, ইউপি সদস্য এনাম উদ্দিন, হেলাল উদ্দিন, একটিভ ডেভেলপার আওই’র উপদেষ্টা হাজী তুয়াহিদ আলী, বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য হাজী মোবারক আলী, আওই জামে মসজিদের সাবেক মুতাওয়ালী ইমাম উদ্দিন, মাদানিয়া কেরাত প্রশিক্ষণ কেন্দ্র বানীগ্রামের সাধারণ সম্পাদক হাজী তাজ উদ্দিন, বহরগ্রাম সিএনজি স্ট্যান্ডের সভাপতি আব্দুল আহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সহসভাপতি আলী আকবর, অর্থ সম্পাদক আলী আহমদ, সদস্য সামছুল হক, শফিক উদ্দীন, মাও আব্দুল জব্বার, আরিফ উদ্দিন, আবিদ আহমদ, আকরাম, মিজান, বেলাল, মাহবুব, জসিম প্রমুখ।

এসময় প্রায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ও গ্রামের অসহায় শিশুদের বিনামূল্যে খৎনা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন একটিভ ডেভেলপার আওই’র সদস্যরা।