গোলাপগঞ্জে ঈদ বাজারে বেড়েছে চুরির উপদ্রব

ঈদুল ফিতরকে সামনে রেখে ভিড় বেড়েছে গোলাপগঞ্জের বিপণিবিতানে আর এ সুযোগে বেড়েছে চোর ও পকেটমারের উপদ্রব।

উপজেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে পৌর শহরে ঈদের বাজার করতে আসা ক্রেতারা হচ্ছেন চুরির শিকার, হারাচ্ছেন নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র।

গোলাপগঞ্জ পৌরশহরের বিভিন্ন বিপণিবিতানে প্রতি বছর ঈদকে সামনে রেখে উপজেলাসহ পাশ্ববর্তী অনেক উপজেলা থেকে ক্রেতারা আসেন ঈদের বাজার করতে৷ আর প্রতিদিন এ হাজারো মানুষের ভিড়ের সুযোগ নিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করছে দুষ্কৃতিকারীরা।

বুধবার রাতে পৌর শহরের ঢাকাদক্ষিণ রোডের বনরাজ রেস্টুরেন্টের সামনে থেকে যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমদ সুমেলের ব্যবহৃত আইফোন চুরি হয়ে যায়।

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছিলাম। বাজারে অবস্থান করার কিছুক্ষণ পর বুঝতে পারি আমার ব্যবহৃত আইফোনটি আর পকেটে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। পরে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।‘

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, ‘পুলিশ যে কোন অপরাধ রুখতে সতর্ক অবস্থানে রয়েছে। যারা বাজারে কেনাকাটা করতে আসছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে৷’