গোয়াইনঘাটে ৪০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভূমি-গৃহহীন পরিবারগুলোকে পঞ্চম পর্যায়ের ২য় ধাপে গোয়াইনঘাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৪০ টি ঘর নতুনভাবে প্রস্তুত করে তাদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী’র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধনের পরই গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন ৪০ টি পরিবারকে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়ইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।