গোয়াইনঘাটের ৪ ইউপিতে ১টিতে আ.লীগ, ৩টিতে বিদ্রোহী বিজয়ী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে একটানা ভোটগ্রহণ চলে।
পরে ভোট গণনা শেষে উপজেলার চার ইউনিয়নে ১টিতে আওয়ামী লীগ, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

৪ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে যারা জয়ী হয়েছেন তারা হলেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা। পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুন্সি আব্দুল মুমিন। পূর্ব জাফলং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম ৭২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুল হক ভূইয়া বাবুল পেয়েছেন ৪৭৯৩ ভোট। অপরদিকে মধ্য জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ লোকমান হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোঃ শাইদুর রহমান।

এর আগে বুধবার সকাল ৮টা থেকেই চার ইউনিয়নের ভোটকেনন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি ইউনিয়নেই ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেক কেন্দ্রেই ছিলো ভোটারদের উপস্থিতি। তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দেন।

তবে, বেশিরভাগ কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।