গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে লাক্কাতুড়াস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় শতাধিক চা-শ্রমিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেন, শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রচন্ড এই শীতে কর্মজীবী মানুষদের কষ্ট সীমাহীন। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাহাত রাব্বানীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা সালমা বাছিত, আঞ্চলিক ট্রেজারার ফেরদৌসী আরা কামাল, জেলা ট্রেজারার শামীম আক্তার নেভী, সদস্য রওশন আরা বেগম, শিল্পী রানী দেবী, সুমিত্র রানী দত্ত, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ওবায়েদ হোসেন, ইউসুফ আলী, শর্মিলা শর্মা প্রমূখ।