সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক (মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ) ড. মোহাম্মদ আবু জাফর বেপারীকে শুভেচ্ছা জানিয়েছে ‘শৈবাল’।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সংগঠন ‘শৈবাল’র পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে ওই অনুষদে শৈবাল’র কার্যাবলি ও গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
অধ্যাপক আবু জাফর বেপারী ‘শৈবাল’র উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সংগঠনটির কার্যক্রমে ধারাবাহিকতা থাকবে বলে আশা প্রকাশ করেন।